প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৫, ৬:১৭ এ.এম
‘ইউএনওর অপসারণ চাই’— মসজিদ রক্ষায় কুয়াকাটায় জুতা-ঝাড়ু মিছিল

কুয়াকাটায় মসজিদের জমি দখলের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা।
বৃহস্পতিবার (৫ জুন) আসর নামাজের পর কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদ ও সাগর সৈকত জামে মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মসজিদের পেশ ইমাম মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কারী নজরুল ইসলাম, মাওলানা সাইফ উদ্দিন ও স্থানীয় মুসল্লি মো. জাহাঙ্গীর হাওলাদার।
বক্তারা অভিযোগ করেন, সাগর সৈকত জামে মসজিদের জমিতে মসজিদ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি পাবলিক টয়লেট ও দোকান মার্কেট নির্মাণ করা হচ্ছে। তারা দাবি করেন, মুসল্লিরা এ নির্মাণে বাধা দিলে ইউএনও তা উপেক্ষা করেন এবং মসজিদ কমিটির তৈরি স্থাপনাও ভেঙে ফেলা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, ইউএনও ব্যক্তিগত উদ্যোগে সেখানে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে বলে তারা দাবি করেন। এ সময় তারা ইউএনও রবিউল ইসলামকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেন।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী এবং ফটোগ্রাফাররাও ইউএনও’র অপসারণ দাবিতে জুতা ও ঝাড়ু হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি:
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
-কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin