জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মানাই আরাফার মূল শিক্ষা: মাওলানা মামুনুল হক

আরাফাত, সৌদি আরব — হজের গুরুত্বপূর্ণ রোকন আরাফাহ পালনের দিন বাংলাদেশের হাজিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)।
তিনি বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান অনুসরণ করাই আরাফার প্রকৃত শিক্ষা।”
তিনি আরও বলেন, কুরআনের বর্ণনা অনুযায়ী, মানুষের সৃষ্টি-পূর্বেই আল্লাহ তায়ালা তাদের থেকে তাঁর রব হওয়ার স্বীকৃতি নিয়েছেন, যা সংঘটিত হয়েছিল আরাফার এই পবিত্র ময়দানে। সেই সাক্ষ্যকে স্মরণ করিয়ে দিতেই মুসলমানরা এখানে একত্র হন।
মাওলানা মামুনুল হক বলেন, “আল্লাহ তায়ালা শুধু আমাদের সৃষ্টিকর্তাই নন, তিনিই আমাদের জীবনব্যবস্থার দিকনির্দেশক। তাই তাঁর দেওয়া বিধান মেনে চলার মাধ্যমেই আমরা তাঁর রুবুবিয়াতের স্বীকৃতি দিতে পারি।” তিনি সতর্ক করে বলেন, “কবরের প্রশ্নোত্তরে সফল হতে হলে দুনিয়ায় আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতেই হবে। মুখে জানলেই হবে না, আমলেই তার প্রমাণ দিতে হবে।”
বিদায় হজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই আরাফার ময়দানেই ইসলামের পূর্ণতার ঘোষণা এসেছে। আয়াতে বলা হয়েছে—‘আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।’ (সূরা মায়িদা: ৩)।”
মাওলানা মামুনুল হক বলেন, “ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের উচিত, এই মহান শিক্ষা হৃদয়ে ধারণ করে প্রতিটি ক্ষেত্রে ইসলামী জীবনবিধান অনুসরণ করা।”