নোয়াখালীতে প্রতিবেশির সীমানা প্রাচীর ঘেঁষে পুকুর খনন, হুমকির মুখে কোটি টাকার পাকা বাড়ি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে সীমানা প্রাচীর ঘেঁষে পুকুর খননের ঘটনায় ভেঙে পড়েছে দেয়ালের বড় একটি অংশ। শুধু তাই নয়, ওই সীমানা প্রাচীরের ঠিক পাশে থাকা প্রায় কোটি টাকা মূল্যের পাকা বাড়িটি এখন রয়েছে সরাসরি ভাঙনের ঝুঁকিতে। স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা, আর ভুক্তভোগী পরিবার পড়েছে চরম নিরাপত্তাহীনতায়।
গত ৩০ মে শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনাটি ঘটেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাইন উদ্দিন-এর বাড়ির সীমানায়। অভিযোগে জানা যায়, প্রতিবেশী নাছির উদ্দিন তাঁর সীমানা প্রাচীর ঘেঁষে একাধিকবার পুকুর খনন করেন, যা গত সপ্তাহে আরও গভীর করে পুনঃখনন করার ফলে দেয়ালের একাংশ ধসে পড়ে।
মাইন উদ্দিন বলেন, “আমি বারবার অনুরোধ করেছি যেন অন্তত ১০ ফুট দূরে পুকুর খনন করা হয়। কিন্তু আমার অনুরোধ উপেক্ষা করে পুকুর খনন অব্যাহত রাখা হয়েছে।” তাঁর দাবি, “দেয়াল ভেঙে পড়ায় পুরো ভবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।”
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলে জানান তিনি। উপরন্তু প্রতিপক্ষের পক্ষ থেকে হুমকি পেতে থাকায় তাঁর পরিবার আরও আতঙ্কিত হয়ে পড়ে।
অন্যদিকে অভিযুক্ত নাছির উদ্দিন দাবি করেন, “আমার পুকুর আগে থেকেই ছিল। মাইন উদ্দিন পরে প্রাচীর নির্মাণ করেছেন। তিনি নিজেই ভেতরের মাটি কেটে পাইপ বসিয়েছেন, যার ফলে দেয়াল দুর্বল হয়ে পড়েছে।”
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের সত্যতাও মিলেছে। বিষয়টি নিয়ে আদালতে একটি নন-এফআইআর প্রতিবেদন দাখিল করা হবে।”
স্থানীয় এলাকাবাসী মনে করছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবনটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি স্থানীয় সম্পত্তি নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বিচার হওয়া প্রয়োজন।