প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৮:৫১ এ.এম
ড. ইউনূস: রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা আমাকে অনুপ্রাণিত করে

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেই তিনি সবচেয়ে বেশি আনন্দ পান। দ্বিতীয় ধাপের সংলাপে ২৮টি দলের অংশগ্রহণে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের বিষয়ে আশাবাদী ইউনূস।
জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপেই তিনি সবচেয়ে বেশি আনন্দ পান। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে এ কথা বলেন তিনি। ড. ইউনূস জানান, এসব আলোচনার মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ নির্মিত হচ্ছে, যা তাকে শিহরিত করে। তিনি আশাবাদ প্রকাশ করেন, সবাই মিলে একটি সুন্দর ও কার্যকর “জুলাই সনদ” গঠন সম্ভব হবে।
-এমএসএ, নিউজ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin