প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৮:৪৭ এ.এম
ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম রয়ে গেছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে বলেছেন, "জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন, তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা।" কিন্তু বাস্তবতা হলো, "ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম এখনো জাতির ঘাড়ে চেপে বসে আছে।"
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এ সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া। দলটি এই রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, "এই দেশ থেকে ফ্যাসিজম পুরোপুরি নির্মূল করতে হলে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এমন একটি নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার গঠন সম্ভব, যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে।" তিনি আরও যোগ করেন, "নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে জামায়াতে ইসলামীর রয়েছে এক সুদীর্ঘ ঐতিহাসিক ভূমিকা—যা এ প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে।"
জামায়াতে ইসলামীর নেতারা দাবি করেন, দলটির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবে ভিত্তিহীন মামলা করা হয়েছিল। কিন্তু সর্বোচ্চ আদালতের সর্বসম্মত রায়ে সেই অভিযোগ খারিজ হয়েছে, যা দলটির রাজনৈতিক অধিকারকে পুনঃস্থাপন করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin