প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ১১:৫৯ এ.এম
নীলফামারীতে রিইব-এর উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ সভা অনুষ্ঠিত

সেলিম রেজা, নীলফামারী।। নীলফামারীর রামনগর ইউনিয়নে তথ্যভিত্তিক উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সংলাপ সভা। আয়োজক ছিল গবেষণা ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)।
১ জুন, রোববার সকালে রামনগর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনা করেন রিইব-এর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় রামনগর ইউনিয়ন পরিষদের চলমান তথ্য উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মো. রাজু আহমেদ। তার তথ্যের ভিত্তিতে শুরু হয় খোলামেলা সংলাপ, যেখানে উন্নয়ন পরিকল্পনা, তথ্যের প্রবাহ ও প্রশাসনের জবাবদিহিতা নিয়ে আলোচনা উঠে আসে। আলোচনায় অংশগ্রহণকারীরা তথ্যের গুরুত্ব ও জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের কৌশল তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন আসাদুজ্জামান আশা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম। রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান ও ফিল্ড অফিসার মো. নজরুল ইসলাম-সহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে মতিউর রহমান বলেন, “তথ্য দিলে তথ্য মিলে। তথ্যের আদান-প্রদানের মাধ্যমেই গড়ে ওঠে সুসম্পর্ক।” তিনি আরও জানান, রিইব দীর্ঘদিন ধরে তথ্যভিত্তিক অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সংলাপ তারই ধারাবাহিকতা।
স্থানীয় নেতৃবৃন্দ সংলাপে রিইব-এর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, এমন উদ্যোগ স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করে, যা ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
এধরনের সংলাপ সভা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের পথে পরিচালিত হলে, ইউনিয়ন পর্যায়ে স্বচ্ছতা ও গণতন্ত্রের ভিত আরও শক্ত হবে বলেও মত দেন অংশগ্রহণকারীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin