প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ১১:৪৭ এ.এম
গোপালগঞ্জ ট্যাকসেস বার এসোসিয়েশনের সদস্যদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ ট্যাকসেস বার এসোসিয়েশন (জিটিবিএ)-এর আয়োজনে সদস্যদের মিলন-মেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌর শপিং কমপ্লেক্সের কেএসপি রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিবিএ’র সভাপতি কাজী জিন্নাত আলী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাশরুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া ভূইয়া সারিকা, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, অ্যাডভোকেট নাইমুল হাসান টুটুল, অ্যাডভোকেট আল মাহমুদ, লাবু শেখসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
কার্যনির্বাহী কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মিলন-মেলাটি ছিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এক অনন্য আয়োজন।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়, যা অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।
এই আয়োজনের মাধ্যমে জিটিবিএ’র সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারিত্ব এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin