প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ৫:৪৮ এ.এম
ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন ইলন মাস্ক

বিশ্বের অন্যতম ধনী এবং আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নিয়েছেন। শুক্রবার ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। উপস্থিত ছিলেন মাস্ক নিজেও।
মাস্কের বিদায়কে ট্রাম্প "আংশিক বিদায়" বলে আখ্যা দিয়েছেন, ভবিষ্যতে তার সঙ্গে কাজের সম্ভাবনার ইঙ্গিত রেখে।
প্রেসিডেন্ট বলেন, “ইলন দুর্দান্ত কাজ করেছেন। তাঁর উপস্থিতি আমাদের প্রশাসনের গতি বাড়িয়েছে। এমন পরিবর্তন আমরা কয়েক প্রজন্মেও আনতে পারতাম না। এটা চূড়ান্ত বিদায় নয়, তিনি ভবিষ্যতেও কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে থাকবেন।”
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় আর্থিক সহায়তা করেছিলেন মাস্ক। নির্বাচনে জয়লাভের পর তাকে উপদেষ্টা এবং পরে নতুন সরকারি সংস্থা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ)–এর প্রধান হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। ডজের দায়িত্ব ছিল সরকারি ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি। দায়িত্ব নেওয়ার পর মাস্ক ব্যাপক ছাঁটাই, বৈদেশিক সহায়তা স্থগিত এবং অভ্যন্তরীণ গবেষণা খাতে ভর্তুকি কমান।
এই পদক্ষেপে প্রশাসনের সমালোচনা বাড়ে। হাজারো ছাঁটাই হওয়া কর্মকর্তা আদালতের দ্বারস্থ হন। কংগ্রেস এখনও ডজকে স্বীকৃতি দেয়নি, আর রিপাবলিকানদের একাংশও মাস্কের নিয়োগে অখুশি ছিল।
পরিস্থিতি আরও জটিল হয় ট্রাম্পের সই করা নতুন কর মওকুফ ও প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ‘বড় ও সুন্দর’ বিল নিয়ে। মাস্ক প্রকাশ্যে এ বিলের সমালোচনা করে বলেন, “এটি সরকারের খরচ কমানোর চেষ্টাকে ব্যর্থ করে দেবে। বড় বিল সুন্দর হতে পারে না।”
এ মন্তব্যের পর থেকেই মাস্ক-ট্রাম্প সম্পর্কের অবনতি শুরু হয়। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক জানান, তিনি পুরোনো কাজ—ব্যবসা ও প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দিতে চান।
উল্লেখ্য, ইলন মাস্ক বর্তমানে টেসলা, স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এর মালিক। বিদায়ী বক্তব্যে মাস্ক বলেন, “ডজ গত কয়েক মাসে দারুণ সাফল্য দেখিয়েছে। আশা করি, এ ধারা অব্যাহত থাকবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin