আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর রাজস্ব খাতভুক্ত ১০ম গ্রেডের সহকারী তথ্য অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার রাতে এই ফলাফল প্রকাশ করা হয়, যেখানে উত্তীর্ণ হয়েছেন ২৬ জন প্রার্থী।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীর জন্য মৌখিক পরীক্ষা আজ শনিবার (৩১ মে) দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের গণভবন কমপ্লেক্সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।
আইএসপিআর-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রাথমিক আবেদনপত্রসহ অন্যান্য প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৬ জন প্রার্থীর রোল নম্বর যথাক্রমে:
আইএসপিআর সূত্রে জানা গেছে, এই পদে নিয়োগপ্রক্রিয়াটি সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন করা হবে। উল্লেখ্য, সহকারী তথ্য অফিসার পদে নিয়োগের লক্ষ্যে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এই ফলাফল এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রতিযোগিতামূলক এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষায় সফলতা অর্জন করাই এখন চূড়ান্ত লক্ষ্য।
আইএসপিআর ইতোমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে বলেছে।