নোয়াখালীতে পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামে পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) দুপুর ২টার দিকে লালু ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কৃষ্ণধন দেবনাথ (৬৫), তিনি ওই গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষ্ণধনের জমির ওপর দিয়ে তার চাচাতো ভাই রিপন দেবনাথ (৪০) ও শিপন দেবনাথের বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশিত হয়ে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, মারধরের ফলে কৃষ্ণধন মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ রিপন ও শিপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের হাতে সামান্য ফুলা ও মুখে আঘাতের চিহ্ন থাকলেও শরীরে গুরুতর আঘাত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।