বরিশালের ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন

বরিশাল জেলার ৯টি উপজেলায় মোট ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন করেছে বরিশাল জেলা ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান।
তিনি জানান, এই প্রথমবারের মতো বরিশালের বিভিন্ন মাদ্রাসা, মহিলা কলেজ ও টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটি কমিটি গঠন করেছে।
তারেক আল ইমরান আরও বলেন, বরিশাল সদর ব্যতীত জেলার অন্যান্য ৯টি উপজেলার এই কমিটিগুলোর মধ্যে রয়েছে ১২টি মাদ্রাসা, ১টি মহিলা কলেজ ও ৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
উপজেলাভিত্তিক কমিটি গঠনের পরিসংখ্যান অনুযায়ী—মুলাদীতে ৯টি, আগৈলঝাড়ায় ৪টি, বাকেরগঞ্জে ১৮টি, মেহেন্দিগঞ্জে ৯টি, হিজলায় ৪টি, বানারীপাড়ায় ৫টি, উজিরপুরে ৭টি, বাবুগঞ্জে ৪টি এবং গৌরনদীতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।