প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ১২:৪২ পি.এম
মনোহরদীতে ব্যবসায়ীর গুদামে ১৫৭ বস্তা সরকারি চাল উদ্ধার

নরসিংদীর মনোহরদী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তিন ব্যবসায়ীর গুদাম থেকে মোট ১৫৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত চালগুলো হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (VGD) কার্ডের চাল ছিল।
সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার হাতিরদিয়া বাজারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিয়া উদ্দিনের গুদাম থেকে ৭০ বস্তা, সাখাওয়াত হোসেনের গুদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়ার গুদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত চালের ওজন ৬,৭৯০ কেজি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত চাল সরকারি গুদাম থেকে হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত। এসব চাল বিক্রি সম্পূর্ণ অবৈধ এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সরকারি খাদ্য সহায়তার চাল এভাবে বাণিজ্যিকভাবে মজুদ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, যা দুর্নীতি ও জনগণের প্রাপ্যতা বঞ্চনার সামিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin