গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ননীক্ষীর ইউনিয়নের নওখন্ডা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই সিদ্ধান্ত জানান।
পদত্যাগকারী নেতারা হলেন— মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক শেখ এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা।
পদত্যাগের ঘোষণা: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, তাঁরা নিজ ইচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ ও পদবি থেকে পদত্যাগ করছেন। আজ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তাঁদের আর কোনো সম্পর্ক নেই বলে তাঁরা স্পষ্টভাবে ঘোষণা দেন।
উপস্থিত সাংবাদিকদের সামনে তাঁরা উল্লেখ করেন যে, ব্যক্তিগত ও স্বেচ্ছায় গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে তাঁরা দলীয় সব সম্পর্ক ছিন্ন করেছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের মধ্যে পদত্যাগের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। মুকসুদপুরের এই পদত্যাগের ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।