ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ মো: কামাল খাঁন (৪৬) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।
রবিবার (১১ জানুয়ারি) রাতে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল রবিবার রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। অভিযানে সন্দেহভাজন কামাল খাঁনকে তল্লাশি করে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কামাল খাঁন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাহাড়া খাঁনপাড়া গ্রামের মৃত তফসির খাঁনের ছেলে।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত কামাল খাঁন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় পূর্বের আরও ৬টি মাদক মামলা রয়েছে।
র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার লক্ষ্যে সংশ্লিষ্ট ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।