
ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের (ওটি) ভেতরে রান্না করার ঘটনায় জড়িত দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুই নার্স হলেন— নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
সম্প্রতি ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। একটি স্পর্শকাতর স্থানে এ ধরনের কর্মকাণ্ডে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত পৃথক বরখাস্ত আদেশে বলা হয়েছে: “অপারেশন থিয়েটারের অভ্যন্তরে রান্নার মতো ঘটনা চরম দায়িত্বহীনতা, শৃঙ্খলা বিরোধী এবং একটি অগ্রহণযোগ্য কর্মকাণ্ড। এর ফলে জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।”
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, ওটির মতো জীবাণুমুক্ত এবং সংরক্ষিত স্থানে রান্নার সরঞ্জাম প্রবেশ করানো ও ব্যবহারের বিষয়টি নিয়মবহির্ভূত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে প্রাথমিকভাবে এই দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।