মশি উদ দৌলা রুবেল, ফেনী।। ফেনী-দুই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দীর্ঘদিন প্রচার চালানো এবং আসন সমঝোতার কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়া অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়ার বাসায় গেলেন একই আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।প্রবীণ নেতা ও ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর ও বর্তমানে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য লিয়াকত আলী ভুঁইয়ার বাসায় যান মঞ্জু।এই সময় কিছুটা আবেগঘন পরিবেশ তৈরি হয়।
সাক্ষাতের সময় ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ,এবি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল ফেনী জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহ,সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ নেতারা উপস্থিত ছিলেন।নেতারা নির্বাচন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।এর আগে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এক ফেসবুক পোস্টে সন্তুষ্ট চিত্তে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার বিষয় উল্লেখ করে ফেনী-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎ কালে মজিবুর রহমান মঞ্জু অধ্যাপক ভূঁইয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি অধ্যাপক লিয়াকত আলীর দোয়া কামনা করেন।জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় আসন সমঝোতার অংশ হিসেবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সমর্থনে প্রার্থীতা থেকে সরে যান লিয়াকত আলী ভুঁইয়া।