প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:১০ পি.এম
মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে কাজী ইমরান (৪৩) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত কাজী ইমরান মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আ. রাজ্জাক কাজীর ছেলে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।
মুকসুদপুর বাজারের মাংস ক্রেতা আহমেদ হোসেন বলেন, কাজী ইমরান তার দোকানে মরা গরুর পঁচা মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ বের হয়। পরে আমরা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করি। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হয়। পরে মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পঁচা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin