শেষ দিনে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এস এম জিলানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন নং ২১৭) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনি টুঙ্গিপাড়ায় সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে তার আবেদনপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এস এম জিলানী। এসময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলাদেশের জনগণ তাদের দীর্ঘদিনের হারানো ভোটাধিকার ফিরে পেতে চায়। এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কি না। আমরা সেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ।”
এলাকার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে অবহেলিত এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। এছাড়া একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমরা এমন এক ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সকল ধর্মের মানুষের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
মনোনয়নপত্র জমাদানের সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তারা এস এম জিলানীর পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।