মশি উদ দৌলা রুবেল, ফেনী।। ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে ইবনে হাসমান হাসপাতালে ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ শে ডিসেম্বর দুপুরে হাসপাতালের হল রুমে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সভায় ইবনে হাসমান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো:আনোয়ার হোসেন,ইডি আবদুল্লাহ সোহাগ,ম্যানেজার মো:ওছমান গনি উপস্থিত ছিলেন।এই সময় ব্যবসার সাথে সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সাথে বিভিন্ন সমস্যা ও উত্তরের বিষয় আলোচনা করা হয়।আগামীতে ব্যবসার উন্নয়ন নানা বিষয়ে সিদান্ত নেওয়া হয়।এবং ব্যবসার উন্নয়ে সকলের সহযোগিতা কামনা করেন ব্যবস্থাপনা পরিচালক মো আনোয়ার হোসেন।