দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক শিক্ষা সফর সম্পন্ন

“শিক্ষা সফর শুধু ভ্রমণ নয়, এটি শেখার এক চলমান পাঠশালা”—এই অনুপ্রেরণাদায়ী শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে সম্পন্ন হয়েছে দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (আবাসিক)-এর বাৎসরিক শিক্ষা সফর। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও মানসিক বিকাশে সহায়ক এই সফরটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিলাইছড়ি থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় এই শিক্ষা সফর। সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের রাঙ্গামাটি শহরের বিভিন্ন শিশু পার্কে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা বিনোদনের পাশাপাশি প্রকৃতি ও সামাজিক পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পায়। শিশুদের জন্য খেলাধুলা ও মুক্ত পরিবেশে সময় কাটানোর ব্যবস্থা করা হলো, যা তাদের সারাবছরের পড়াশোনার ক্লান্তি দূর করতে সহায়ক ভূমিকা রাখে।
শিক্ষা সফরটি সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব দেন দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অসীম চাকমা, সাধারণ সম্পাদক অংশিপ্রু মার্মা এবং প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও অভিভাবক, এসএমসি ও পিটিএ কমিটির অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং বিলাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরালা কান্তি চাকমা। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও বাস্তব জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষা সফর শেষে বিনোদনের অংশ হিসেবে আয়োজন করা হয় লটারি ড্র, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল, আনন্দঘন ও শিক্ষামূলক।
অনুষ্ঠানে আগত অতিথি ও অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান তারা।