প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১:০৩ পি.এম
ফেনীর ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের দুই ইউনিট কমিটি অনুমোদন

মশি উদ দৌলা রুবেল, ফেনী।। একই দিনে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের দুই ইউনিট কমিটি অনুমোদন। ফেনীর উত্তরাঞ্চলে দীর্ঘ ৯ বছর ধরে মানবিক ও সামাজিক সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসা আলোকিত ব্লাড ডোনার ক্লাবের দুটি ইউনিট কমিটি একসঙ্গে উন্মোচন করা হয়েছে।
২৬ শে ডিসেম্বর ২০২৫ ইং তারিখে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি ফাইলের মাধ্যমে ফুলগাজী ও আনন্দপুর এই দুই ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটি অনুযায়ী, ফুলগাজী ইউনিটে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরমান রাহি এবং সম্পাদক হিসেবে সাব্বির।অন্যদিকে আনন্দপুর ইউনিটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সানজিদা মজুমদার এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিহান মজুমদার।
আলোকিত ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক কাজকে আরও গতিশীল করা এবং নতুন স্বেচ্ছাসেবী তৈরি করার লক্ষ্যেই এই ইউনিট কমিটি গঠন করা হয়েছে।তারা আরও জানান,ফুলগাজী উপজেলার প্রতিটি ইউনিয়নে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবী তৈরি এবং মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্দেশ্যেই পর্যায়ক্রমে ইউনিট বৃদ্ধি করা হচ্ছে।সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,নতুন এই ইউনিট কমিটির মাধ্যমে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin