
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে বরগুনায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন।
পুলিশ জানায়, এনএসআই-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানার একটি বিশেষ টিম বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে অভিযান চালায়। অভিযানে ওই দুই যুবকের দেহ তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যের মোট ২০টি জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে নাসির উদ্দিন নান্টুর কাছ থেকে ১৫ হাজার এবং জসিম উদ্দিনের কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলিম জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত এবং তারা কতদিন ধরে এই অপকর্মের সাথে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ আরও জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। জাল নোট প্রতিরোধে জেলাজুড়ে পুলিশের এই নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।