বিএনপি নেতার ঘরে দুর্বৃত্তের আগুন, এবার মারা গেলেন বড় মেয়ে স্মৃতি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতির (৮) পর এবার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিও (১৭) মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের বড় মেয়ে।
গত ১৯ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বিএনপি নেতা বেলালের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা গভীর রাতে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বেলালের ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতি। আগুনে বেলাল হোসেন নিজে এবং তার অপর দুই মেয়ে স্মৃতি ও সায়মা আক্তার বিথি গুরুতর দগ্ধ হন।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, স্মৃতির শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে দীর্ঘ লড়াই শেষে বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্য বোন বিথির শরীরের ২ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে, যার মধ্যে দুটি লক করা এবং একটি খোলা অবস্থায় ছিল। তবে পুলিশ প্রাথমিকভাবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর কোনো আলামত পায়নি বলে উল্লেখ করেছে। বর্তমানে মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।