বিলাইছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং ঐক্যবদ্ধ উদ্যোগ জোরদারের লক্ষ্যে গঠিত হলো ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রতন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম রনি।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিলাইছড়ি বাজার প্রাঙ্গণে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক ও বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান। তিনি নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং ব্যবসায়ীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, বিলাইছড়ি বাজার স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ব্যবসা পরিচালনা করছেন। নতুন কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রদীপ কান্তি দাশ। সহ-সভাপতি হয়েছেন ওমর ফারুক। অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রিয়ানন্দ বড়ুয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নাসির এবং যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন মানিক কান্তি দে।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্তি রায় চাকমা, প্রচার সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ওসমান, শান্তশীল চাকমা, রঞ্জীত দাশ ও বকুল বড়ুয়া।
নবনির্বাচিত সভাপতি রতন চক্রবর্তী বলেন, “বিলাইছড়ি বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করব। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল ও আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তুলাই আমাদের লক্ষ্য।” সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি জানান, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়াতে নিয়মিত কার্যক্রম গ্রহণ করা হবে।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে বিলাইছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে।