আর নেই বাকেরগঞ্জের সাহসী সাংবাদিক হাফেজ খলিলুর রহমান

বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিক অঙ্গনের জন্য নেমে এসেছে গভীর শোকের ছায়া। দৈনিক সংগ্রাম পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি, প্রবীণ ও সৎ সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমান (৫৫) আর আমাদের মাঝে নেই। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গাজীপুরের কোনাবাড়িতে তাঁর কন্যার বাসায় অবস্থানকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাফেজ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। স্থানীয় সমস্যা, সামাজিক অনিয়ম ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন। তাঁর কলম ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী অস্ত্র। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন ধর্মভীরু ও বিনয়ী মানুষ হিসেবেও এলাকায় সুপরিচিত ছিলেন।
এই গুণী সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইভাবে শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান। তিনি বলেন, “হাফেজ খলিলুর রহমান ছিলেন একজন নির্ভীক কলমসৈনিক। তাঁর মৃত্যু স্থানীয় সাংবাদিকতা জগতের জন্য অপূরণীয় ক্ষতি।”
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুম সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা সবাই মরহুমের পেশাগত সততা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন।
হাফেজ মোঃ খলিলুর রহমানের মৃত্যুতে বাকেরগঞ্জসহ বরিশাল অঞ্চলের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের আবহ। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সইবার তাওফিক দান করেনআমিন।