ফেনী-২ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) তিনি ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রিকশা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক ও ফেনী জেলার সাবেক সভাপতি মাওলানা জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সংগঠনের বর্তমান সিনিয়র সহ সভাপতি মাওলানা আমীর হোসাইন, জেলা আইন বিষয়ক সম্পাদক মাওলানা নুর উদ্দীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ফেনী সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন, ফেনী শহর সভাপতি মাওলানা উমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। এছাড়া যুব মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব খাজা আহমদ এবং খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি মুহাম্মদ ইসহাকসহ স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী মনোনয়ন সংগ্রহ অনুষ্ঠানে অংশ নেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফেনী-২ আসনের জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ফেনী-২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যার সম্মুখীন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে তিনি নির্বাচনী মাঠে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফেনী-২ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন সংগ্রহ ও প্রচার কার্যক্রম শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়ার মনোনয়ন সংগ্রহ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।