প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৬:১৫ এ.এম
বিলাইছড়িতে উপজেলা কার্বারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় উপজেলা কার্বারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়সিন্ধু চাকমা এবং সাধারণ সম্পাদক পদে রুপকুমার চাকমা নির্বাচিত হন।
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি শান্তি লাল চাকমা ও স্বপন বিকাশ চাকমা, সহ-সাধারণ সম্পাদক বিতুময় চাকমা, অর্থ সম্পাদক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা, সহ-অর্থ সম্পাদক দিপালী তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক তনা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক থিরখিল ত্রিপুরা, দপ্তর সম্পাদক অমরশিং চাকমা এবং সদস্য শান্তিময় চাকমা ও বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেডম্যান ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা। সম্মেলনে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি অমরজীব চাকমা (কার্বারী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২০ নং (এ) তিনকুনিয়া মৌজার হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা এবং ১২৭ নং কেরনছড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডহক কমিটির সাধারণ সম্পাদক কল্প রঞ্জন চাকমা (কার্বারী)।
ত্রি-বার্ষিক এ সম্মেলনের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin