প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:৩৩ এ.এম
ফেনীর ফুলগাজীতে শহীদ শরীফ ওসমান হাদীকে হত্যা ঘটনায় বিক্ষোভ অনুষ্ঠিত

ফেনীর ফুলগাজী উপজেলায় জুলাই মাসে শহীদ শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফুলগাজী উপজেলার যুব উন্নয়ন সড়ক থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে শেষে এক প্রতিবাদ সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি নৃশংস ও জঘন্য অপরাধ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin