প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৫০ পি.এম
নেত্রকোণায় ছাগলের খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেছে ২৯টি ছাগল

নেত্রকোণা সদরের কাইলাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ছাগল খামারের দুইটি ঘর পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে মারা গেছে ২৯টি ছাগল। অগ্নিকাণ্ডে খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক।
রোববার (১৪ ডিসেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে কাইলাটি এলাকার ব্রাদার্স ইনডিকেটেড ফার্ম নামের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, শেষ রাতের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খামার মালিক শাহ রফিকুর রহমান এপেলো জানান, অগ্নিকাণ্ডে খামারের দুইটি ঘর, ২৯টি ছাগল এবং ছাগলের খাদ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনাজনিত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin