প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৯:৪৮ এ.এম
নাইজেরিয়ায় ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা : ২১৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে অপহরণ

পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি বেসরকারি সেইন্ট মেরি ক্যাথলিক স্কুলে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষককে অপহরণ করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার। নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের অধিকার আদায় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (কান) এবং নাইজার প্রাদেশিক পুলিশ পৃথকভাবে বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
নাইজেরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গণঅপহরণের সর্বশেষ ঘটনা ঘটেছিল চলতি বছরের মার্চ মাসে। সে সময় উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশের একটি স্কুল থেকে দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
সম্প্রতি বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সশস্ত্র হামলা বেড়ে যাওয়ায় সরকার সংঘাতপ্রবণ এলাকাগুলোর মোট ৪৭টি স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে। তবে সেই সিদ্ধান্তের এক সপ্তাহ না পেরোতেই নতুন করে এই ভয়াবহ অপহরণের ঘটনা ঘটল, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
এর আগেও চলতি সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি প্রদেশের একটি মেয়েদের স্কুলে হামলা চালিয়ে ২৫ জন নারী শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই হামলায় স্কুলের উপ-অধ্যক্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নাইজারের প্রাদেশিক সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি নাইজার পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান শুরু করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ ও সহিংসতায় জর্জরিত দেশ হিসেবে পরিচিত নাইজেরিয়ায় নানা অস্ত্রধারী গোষ্ঠীর তৎপরতা দিন দিন বাড়ছে। এসব গোষ্ঠী অপহরণ, ডাকাতি, লুটপাট, নারী ও শিশুপাচার এবং হত্যার মতো গুরুতর অপরাধে নিয়মিত জড়িত।
দেশটির জনসংখ্যার মধ্যে প্রায় ৫৩ দশমিক ৫ শতাংশ মুসলিম এবং ৪৫ দশমিক ৯ শতাংশ খ্রিস্টান। এখানে সক্রিয় কিছু সশস্ত্র গোষ্ঠী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের প্রভাবাধীন বলে মনে করা হয়। এসব গোষ্ঠী নিয়মিতভাবে খ্রিস্টানদের উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসাকেন্দ্রে হামলা চালিয়ে আসছে।
এই সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে ‘বিশেষভাবে উদ্বেগপূর্ণ দেশ’ হিসেবে ঘোষণা দেন, যা দেশটির নিরাপত্তা সংকটকে আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় নিয়ে এসেছে।
ক্রমবর্ধমান সহিংসতা ও ধারাবাহিক অপহরণের ঘটনায় নাইজেরিয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin