প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১১:৩১ এ.এম
মাগুরায় নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্রের মুখে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও ১৫–১৬ হাজার টাকা ছিনতাই করেছে তিনজন ছিনতাইকারী। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনার সময় তিনি ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা একটি অস্ত্র ফেলে পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী জানান, “নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিনজন ছিনতাইকারী আমার টাকার ব্যাগ ও স্বর্ণালংকার নিতে চেয়েছিল। আত্মরক্ষার জন্য আমি একজনকে ঘুষি মারি। ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।”
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা তার গলার স্বর্ণের চেইন এবং ১৫–১৬ হাজার টাকা থাকা ব্যাগটি নিয়ে গেছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করেছে।
শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin