প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১:২৯ পি.এম
কোটালীপাড়ায় ডিসি মুহম্মদ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) এর পদোন্নতি জনিত বদলির কারণে কোটালীপাড়ায় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুম ‘লাল শাপলা’-য় উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনাড়ম্বর অনুষ্ঠান হয়। সম্প্রতি খুলনা বিভাগীয় ওয়াসা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলির প্রজ্ঞাপন প্রাপ্ত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের গর্বিত পিতা-মাতা, সহধর্মিণী ও সন্তানসহ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরিবারের আপনজনেরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক।
এ সময় বিদায়ী জেলা প্রশাসকের যোগ্যতা, কর্মদক্ষতা ও বিভিন্ন প্রশাসনিক কৃতিত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সহকারী প্রকৌশলী রাজীব কুমার ভক্ত, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মওলানা ইলিয়াস হোসেন, তহশিলদার জাহাঙ্গীর হোসেন, প্রভাষক কৃষ্ণ বিশ্বাস, প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সভাপতি ফায়েকুজ্জামান শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার মো. আতাউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin