ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট, ফরিদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগামী ১৩ নভেম্বর ঢাকায় যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিন মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম।
গ্রেপ্তার মতিন মোল্যা টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেও জানা গেছে।
ফেসবুকে ‘মতিন মোল্যা’ নামে একটি আইডি থেকে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি লেখেন, “১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।” ওই পোস্টের সঙ্গে মতিন মোল্যাসহ ১৬ জনের একটি ছবিও যুক্ত ছিল। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মতিন মোল্যাকে গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি করেছিলেন আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাবলু সর্দার, যিনি আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭০ জন নেতা-কর্মী ও অজ্ঞাতপরিচয় তিন হাজার জনকে আসামি করে মামলা করেন।
আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকায় যাওয়ার আহ্বান জানিয়ে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় মতিন মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”