মুকসুদপুর উপজেলায় নবাগত কৃষি অফিসারকে মুকসুদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল রোমান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত কৃষি অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্বকাল সফল ও ফলপ্রসূ হোকএই কামনা করেন।
এ সময় প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম বলেন, “উপজেলা কৃষি অফিসারের বলিষ্ঠ নেতৃত্বে মুকসুদপুরের কৃষক সমাজ আরও এগিয়ে যাবে। মাঠ পর্যায়ের কৃষকরা যেন সরকারি সব ধরনের কৃষি সহায়তা ও প্রযুক্তি পরামর্শ সহজে পান, সে বিষয়ে আমরা আশাবাদী।” তিনি প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের সঙ্গে ভবিষ্যতে কৃষি উন্নয়নমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নবাগত উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন থেকেই কৃষকবান্ধব সেবা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “কৃষিই দেশের backboneমাঠের কৃষকরা যাতে সরকারের প্রদত্ত কৃষি সহায়তা, প্রযুক্তি ও প্রশিক্ষণ সময়মতো পানসেই লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।” তিনি উপজেলার সকল গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসের অধীনে প্রায় হাজারো কৃষক বিভিন্ন ফসল ও উদ্যানজাত উৎপাদনে যুক্ত রয়েছেন। এ অঞ্চলের কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি, নতুন জাতের বীজ ও জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির প্রসারে কৃষি অফিসের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।