প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১০:২৪ এ.এম
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নে আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সভা

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার হোছাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া। প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ অপরিহার্য। পরিবার, বিদ্যালয়, সমাজ ও প্রশাসনের সমন্বয়ে কাজ করলে অপরাধ অনেকাংশে হ্রাস পাবে। তিনি মাদক, চুরি, নারী নির্যাতন ও সামাজিক অনাচার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, সোনাগাজী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন আলমগীর মেম্বার, উপজেলা খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, উপজেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাকিল ও সদর ইউনিয়ন জামায়াতের আমির নিজাম উদ্দিন।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা স্থানীয় জনগণকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিক সচেতনতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
সম্প্রতি ফেনী জেলায় প্রশাসনের উদ্যোগে এমন সচেতনতামূলক সভা আয়োজনের ফলে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও অপরাধ প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin