রামপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আমি কখনো ভূলব না-সরদার সাখাওয়াত হোসেন

নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর এলাকায় অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,
“রামপুর এলাকার হিন্দু সম্প্রদায়সহ সকল ভোটারদের আমি কখনো ভুলব না। আপনারা অতীত নির্বাচনে আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, আমি সেই ঋণ ভুলে যাওয়ার মানুষ নই।”
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে খিদিরপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরদার সাখাওয়াত বলেন, “রামপুর কেন্দ্র সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানকার হিন্দু-মুসলমান একসাথে কাজ করে, একসাথে ভোট দেয়। সেই ঐক্যের ধারাই আমাদের শক্তি।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। এই জনগণই আমাদের শক্তি, এই জনগণের ভরসাতেই পরিবর্তনের দিন আসবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আপন ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম মোস্তাফা, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সরকারের “দমন-পীড়নের” বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরদার সাখাওয়াত হোসেন বকুল অতীতেও এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন সময় হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা দিয়েছেন। তার এ বক্তব্যকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।