ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সচেতনতা ও প্রশিক্ষণমূলক সেমিনার। ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ছাগলনাইয়া উপজেলা শাখা আয়োজন করে এ অনুষ্ঠানের।
সেমিনারটি অনুষ্ঠিত হয় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ট্রাফিক ইন্সপেক্টর শওকত হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিরাপদ সড়ক শুধু চালকের নয়, পথচারী ও প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, যিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক—এখন থেকেই নিয়ম মেনে চললে ভবিষ্যৎ হবে নিরাপদ।”
এছাড়াও উপস্থিত ছিলেন নিসআ ফেনী জেলা সভাপতি জিয়া উদ্দিন, জেলা শাখার উপদেষ্টা ওমর সানি ও শুভাকাঙ্ক্ষী জাহাঙ্গীর আলম, উপজেলা শাখার উপদেষ্টা মিরাজ হোসাইন ও আবু বক্কর সিদ্দিক ফরহাদ।
তাঁরা সবাই শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও সচেতনতামূলক বার্তা প্রদান করেন।
সেমিনারে বক্তারা হেলমেট ব্যবহার, রাস্তা পারাপারের নিয়ম, ট্রাফিক সিগন্যাল মানা ও মোবাইল ফোনে মনোযোগ হারানোর ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষণীয় হিসেবে আখ্যা দেন। তারা বলেন, “এই প্রজন্ম যদি এখন থেকেই নিয়ম শিখে নেয়, তবে ভবিষ্যতে দুর্ঘটনাহীন সড়ক গড়ে তোলা সম্ভব।”
সড়ক নিরাপত্তা নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে—সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে এবং প্রতিটি জীবন বাঁচাতে।