কামালপাড়া যুব সংঘে আল ঈমান ইসলামিক একাডেমীর দোয়া মাহফিল ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

বৃহস্পতিবার সকাল ১০টায় কামালপাড়া যুব সংঘ ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আল ঈমান ইসলামিক একাডেমীর তৃতীয় শ্রেণীর খতমে কুরআন, পঞ্চম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আন্তরিক ও ধর্মীয় আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সেলিম উল্লাহ খান সাহেব, প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ নুরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম। তিনি তার বক্তব্যে বলেন, “কুরআনের আলোয় গড়ে উঠা প্রজন্মই সমাজকে সত্য, ন্যায় ও মানবতার পথে এগিয়ে নিতে পারে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং নৈতিকতার পথে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হযরত মাওলানা মোজাহেরুল ইসলাম সাহেব, সম্মানিত উপদেষ্টা, আল ঈমান ইসলামিক একাডেমী। তিনি কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “যে জাতি কুরআনের সাথে সম্পর্ক রাখে, সে জাতি কখনো অন্ধকারে হারিয়ে যায় না।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম (বাবু), আহ্বায়ক, কামালপাড়া যুব সংঘ ক্লাব। তিনি একাডেমির সাফল্য ও শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা হাসান মুরাদ সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট। তিনি সমাপনী বক্তব্যে বলেন, “কুরআন শুধু পাঠ নয়, জীবন গঠনের নির্দেশিকা। আজকের শিশুরাই আগামী দিনের আলোকবর্তিকা।”
শেষে দোয়া পরিচালনা করা হয় সমগ্র জাতির কল্যাণ, শিক্ষার্থীদের সফলতা ও সমাজের শান্তির জন্য। অনুষ্ঠান শেষে খতমে কুরআন সম্পন্নকারী ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপহার বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে আল ঈমান ইসলামিক একাডেমী আবারও প্রমাণ করলো, তারা শুধু শিক্ষা নয়, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশেও অঙ্গীকারবদ্ধ।