প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ১০:১১ এ.এম
ডাকাতি মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব

গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন শেখকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় র্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রতন শেখের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার রেজাউল হক বলেন, “আমরা গোপন সূত্রে জানতে পারি, ফরিদপুরের ভাঙ্গা থানার একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখ সাভার এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালানো হয়। অভিযানে কোনো সহিংসতা ছাড়াই তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, সুমন শেখের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সুমন শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে লক্ষ্যে র্যাবের এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin