চাটখিলে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে আয়োজিত এ কর্মী সভা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সাহস ও ত্যাগই আগামী দিনের আন্দোলনের প্রেরণা হয়ে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, আর জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। নেতাকর্মীরা যদি একে অপরের পাশে থাকে, তাহলে কোনো শক্তিই গণআন্দোলনকে দমন করতে পারবে না।”
চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুন রশীদ আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান রানা, সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম, যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, আনিস আহমেদ হানিফ, এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জসিম পাটোয়ারী, যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ দুলাল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক, রিয়াজ খন্দকার ও দেলোয়ার হোসেন প্রমুখ।
কর্মী সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি এখন সময়ের দাবি। আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা বলেন, এমন আয়োজন মাঠপর্যায়ের রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং কর্মীদের মনোবল বাড়াবে।