প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৪:২৪ এ.এম
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান

মেঘালয়ের পাদদেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ফুটবল সেমিফাইনাল ম্যাচ। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় একতা যুবসংঘ ও সুফিয়ান একাডেমি। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও কয়েক হাজার দর্শকের উপস্থিতি।
প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য, এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চাঁন মিয়া মাষ্টার, মোঃ সাখাওয়াত হোসেন, আমির শাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সবুজ আলম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মনজুর আলী, সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার এবং বাদাঘাট বাজার বণিক সমিতির হারুনুর অর রশিদ। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “দেশের বিশাল যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে মেধা, মনন ও শারীরিক বিকাশ ঘটবে। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে এবং আত্মনির্ভর হতে সহায়তা করে।”
তিনি আরও বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় যুবসমাজকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে উৎসাহ দিয়েছেন। দক্ষ যুব সমাজই পারে একটি দেশের উন্নয়ন ও অবকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।”
খেলার মাঠে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin