প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১১:৩৭ এ.এম
নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সুস্থ জীবনের প্রথম শর্ত, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। বুধবার (১৫ অক্টোবর) সকালে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, এবং দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এ কে এম আবদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি স্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়।” নিয়মিত ও সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া গেলে ডায়রিয়া, সর্দি-কাশি, ফ্লু, করোনা, কলেরা ও টাইফয়েডের মতো সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে হাত ধোয়ার সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin