মোঃ সেলিম রেজা, নীলফামারী।। পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ—এই পাঁচ দফা দাবি এখন সময়ের অপরিহার্য দাবি।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণআন্দোলনের কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি। এই পাঁচ দফা দাবি বাস্তবায়নই আজ সময়ের দাবি।”
নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, “এই দাবিগুলো শুধু জামায়াতের নয়, বরং জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।”
এ সময় জেলা সেক্রেটারি জেনারেল আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী সদর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে বক্তারা সরকারের প্রতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।