প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১০:৩৯ এ.এম
নলছিটিতে বিএনপি নেতা মাহবুবুল হক নান্নুর নেতৃত্বে বিশাল মিছিল

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি।। ‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’—এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নলছিটি পৌর শহর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি এবং ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুল হক নান্নুর নেতৃত্বে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
নলছিটি চায়না মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও মাহবুবুল হক নান্নুর ছবি হাতে নিয়ে কর্মীরা নলছিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চায়না মাঠে এসে মিছিল শেষ করেন। পুরো শহরজুড়ে প্রতিধ্বনিত হতে থাকে শ্লোগান—‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’।
মিছিল শেষে চায়না মাঠের মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল হক নান্নু বলেন, “একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল, তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে দেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং সদস্যসচিব সাইদুল কবির রানা।
পরে মাহবুবুল হক নান্নু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নলছিটি পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে স্থানীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। মিছিল ও সমাবেশে ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো নলছিটি পৌর শহর দিনভর মুখরিত ছিল ‘ধানের শীষের জয়ধ্বনি’তে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin