অসীম চাকমা, বিলাইছড়ি, রাঙ্গামাটি।। বুধবার (১৫ অক্টোবর) রাঙ্গামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (PRLC)” প্রকল্পের আওতায় স্থানীয় উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এনজিও এ দিবসের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য বলাকা রাণী চাকমা, রিতা চাকমা, কবিতা চাকমা, জ্যোতি ময় চাকমা, বাবু লাল তঞ্চঙ্গ্যা, নন্দলাল চাকমা ও সাংবাদিক অসীম চাকমা।
অনুষ্ঠানে পিআরএলসি প্রকল্পের তিনজন উদ্যোক্তাকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমেই নারীর সামগ্রিক উন্নয়ন সম্ভব। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তবে অনেক ক্ষেত্রেই নারীরা এখনো পিছিয়ে রয়েছে, তাই তাদের আরও সচেতন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নারী উদ্যোক্তা ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।