প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১০:১৩ এ.এম
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আলভী ও মেহেদী

গাজীপুরে ভেটেরিনারি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পেশাগত সংগঠন গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (জিভিএসএ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৬২ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফি বিন আমজাদ আলভী, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এই কমিটি অনুমোদন করেন সংগঠনের বিদায়ী সভাপতি ডা. শামসুল আরেফিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ডা. এহসানুল হক রিমন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ডিসিপ্লিনে অধ্যয়নরত শিক্ষার্থীরা নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
বিদায়ী সভাপতি ডা. শামসুল আরেফিন সিদ্দিকী বলেন,“অবসরপ্রাপ্ত সভাপতি হিসেবে জিভিএসএ’র সঙ্গে আমার যাত্রা ছিল ভালোবাসা, ত্যাগ ও নেতৃত্বের এক অনন্য অভিজ্ঞতা। এই সংগঠন শুধুই একটি কমিটি নয়, এটি একটি পরিবার—যা গাজীপুরের ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য ও দায়িত্ববোধের প্রতীক।”
তিনি আরো যোগ করেন, “আমি নবগঠিত পঞ্চম কার্যনির্বাহী কমিটির প্রতি শুভেচ্ছা জানাই। ভবিষ্যতের নেতৃত্ব এখন তরুণদের হাতে। তাদের উদ্যম ও স্বপ্নেই জিভিএসএর আগামী পথচলা।”
দায়িত্ব গ্রহণের পর সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব বিকাশ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য জিভিএসএ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি এই সংগঠনকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে কাজ করব। সকলের সহযোগিতা ও পরামর্শই হবে আমার অনুপ্রেরণা।”
নবনির্বাচিত সভাপতি সাফি বিন আমজাদ আলভী বলেন, “গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকেই স্থানীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখব এবং গাজীপুরসহ সারাদেশে ভেটেরিনারি সেবার মানোন্নয়নে নেতৃত্ব দেব।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের নতুন টিম একসাথে কাজ করে ভবিষ্যতের ভেটেরিনারি নেতৃত্ব গড়ে তুলবে এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে।”
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (GVSA) স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin