ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে রেকর্ড সংখ্যক প্রসব সম্পন্ন হয়েছে, যা স্থানীয় স্বাস্থ্যসেবার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। মঙ্গলবার (১৪ অক্টোবর) হাসপাতালটিতে মোট ১০টি সফল প্রসব সম্পন্ন হয়—এর মধ্যে ৪টি সিজারিয়ান (C-section) এবং ৬টি স্বাভাবিক (Normal) ডেলিভারি। হাসপাতাল সূত্রে জানা গেছে, একই দিনে এত বেশি সংখ্যক প্রসব এই স্বাস্থ্য কমপ্লেক্সে এর আগে কখনও হয়নি।
এ ঘটনাকে স্বাস্থ্যকর্মীরা একটি “ঐতিহাসিক সাফল্য” বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, এটি শুধু ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয়, বরং ফেনী জেলার সরকারি স্বাস্থ্যসেবায় এক নতুন মাইলফলক।
এই সফলতার পেছনে রয়েছে ফেনী জেলার সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিমের কার্যকর দিকনির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. মো. গোলাম কিবরিয়ার দক্ষ নেতৃত্ব। তাঁদের পরিকল্পিত উদ্যোগ ও সেবার মানোন্নয়নে অব্যাহত প্রচেষ্টার ফলেই মাতৃ ও নবজাতক সেবায় এমন দৃশ্যমান উন্নতি এসেছে।
অস্ত্রোপচার পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইয়াসমিন (FCPS – Gyne & Obs) এবং অ্যানেসথেসিয়া প্রদান করেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমদাদুল হক। পাশাপাশি স্বাভাবিক প্রসব কার্যক্রমে অংশ নেন হাসপাতালের নার্স, মিডওয়াইফ ও সহকারী স্বাস্থ্যকর্মীরা। তাঁদের পেশাদারিত্ব, মনোযোগ ও টিমওয়ার্কেই সম্ভব হয়েছে একদিনে নিরাপদভাবে ১০টি প্রসব সম্পন্ন করা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া বলেন, “মা ও শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমাদের টিম প্রতিদিন নিরলসভাবে কাজ করছে। আজকের এই সাফল্য সেই নিবেদিত প্রচেষ্টারই ফল।”
স্থানীয় বাসিন্দারাও এই অর্জনে উচ্ছ্বসিত। তাঁদের মতে, যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুব শিগগিরই এলাকাবাসীর কাছে একটি বিশ্বস্ত মাতৃ ও নবজাতক সেবা কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।
এমন সাফল্য সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।