প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:৪১ এ.এম
পাকিস্তানের ২৫ সেনা ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

রাতভর সীমান্ত অভিযানে আফগান বাহিনী দাবি করেছে, পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে। রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আফগান তালেবান সরকার। বার্তাসংস্থা এপি এই প্রতিবেদনের সূত্র উল্লেখ করেছে।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে। মুজাহিদ বলেন, "আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত এবং কার্যত রেখার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অভিযানের মাধ্যমে অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে।"
তবে পাকিস্তান এ দাবির তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত সংলগ্নে তাদের বাহিনী সফল ও প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। মন্ত্রণালয় সতর্ক করেছে, "যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কঠোর জবাব দেবে।"
এর আগে, পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালানোর অভিযোগ এনেছিল। আফগানিস্তান এটিকে প্রতিশোধমূলক হামলার কারণ হিসেবে দেখিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান হামলাগুলো 'বিনা উস্কানিতে' চালানো হয়েছে এবং এতে বেসামরিক নাগরিকদের ওপরও গুলি চালানো হয়েছে। তিনি সতর্ক করেছেন, তার দেশের বাহিনী 'প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর' দিয়ে পাল্টা জবাব দেবে।
নাকভি আরও বলেছেন, "তালেবানদের হামলার তীব্র নিন্দা জানাই। বেসামরিক জনগোষ্ঠীর ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।"
এর আগে পাকিস্তান জানিয়েছিল, তারা আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল করেছে এবং ৫০ তালেবানকে হত্যা করেছে।
উভয়পক্ষের এই অভিযোগ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin