প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৪:১৭ এ.এম
নকলায় হামদ-নাত-কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেরপুরের নকলায় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হলো কেরাত, হামদ-নাত, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলার উরফা ইউনিয়নের আওতাধীন লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে।
আধ্যাত্মিকতা, নৈতিকতা ও সৃজনশীল বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কোরআনের সুমধুর তিলাওয়াত, হামদ-নাতের কণ্ঠস্বর এবং বক্তৃতায় ফুটে ওঠে তরুণ প্রজন্মের প্রতিভা ও ধর্মীয় চেতনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো।
মাদরাসার ছাত্র ইমরুল কায়েস এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, তারাকান্দা বাইতুল উলুম মাদরাসার মুহতামীম মুফতি মুখলিছুর রহমান, সহ-সভাপতি শরিফুল হক আকন্দ, বাবর আলী মাষ্টার, আব্দুল আওয়াল মণ্ডল, জয়নাল আবেদিন, মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা, সহকারী শিক্ষক আজিজুল হক, সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন ও আমানুল্লাহ আসিফ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শুধু শিক্ষার্থীদের মেধা বিকাশেই নয়, ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
শেষে মাদরাসার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী ও আগত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। পুরো দিনজুড়ে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের প্রাণবন্ত অংশগ্রহণ। আয়োজনটিকে ঘিরে মাদরাসা প্রাঙ্গণ জুড়ে তৈরি হয় এক অনিন্দ্য ধর্মীয় উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin