প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৯:৫৩ এ.এম
কুয়াকাটায় ২ দিনব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত

সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্যের মাঝে কুয়াকাটার খানের প্যালেস হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী শিক্ষক মিলনমেলা-২০২৫। “জ্ঞান, সৌহার্দ্য ও বিনোদনের এক অনন্য আয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা খাতের আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সেমিনার।
বরিশাল বিভাগের ডায়নামিক টিচার্স অব সেকেন্ডারি এডুকেশন এই আয়োজনের দায়িত্বে ছিল। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সার্বিক (যুগ্ম সচিব) মোঃ আহসান হাবিব, জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং জেলা প্রশাসক, পটুয়াখালী, ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সেমিনারে সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল, মোঃ আবদুর রহিম প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী, মুহাম্মদ মজিবুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার, ঝালকাঠি, মোহাম্মদ আঃ জব্বার।
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। সেমিনার ও মিলনমেলা শিক্ষকদের মধ্যে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ার এবং পেশাদার উন্নয়নকে কেন্দ্র করে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin